উত্তর :
রাত-দিন হিসাবে ২৪ ঘণ্টার সময় ভাগ করে পার্শ্ববর্তী অন্যান্য দেশের সাথে
মিলিয়ে ছালাত ও ছিয়াম পালন করবে। কারণ আল্লাহ তা‘আলা দিনে ও রাতে মোট ৫
ওয়াক্ত ছালাত ফরয করেছেন। এছাড়া দাজ্জালের আবির্ভাবের সময়ে তার প্রথম দিন
বর্তমানের এক বছরের সমান, দ্বিতীয় দিন একমাসের, এবং তৃতীয় দিন এক সপ্তাহের
সমান হবে। বাকী ৩৭ দিন বর্তমানের দিনের সমান হবে মর্মে রাসূল (ছাঃ) হাদীছ
বর্ণনা করলে ছাহাবীগণ সেদিনের ছালাত কিভাবে পড়তে হবে তা জানতে চাইলে তিনি
উক্ত সমাধান প্রদান করেন (মুসলিম হা/২৯৩৭, তিরমিযী হা/২২৪০, আবুদাঊদ হা/৪৩২১)।
তবে সম্পূর্ণরূপে কোন দেশই এর আওতায় পড়ে না। যেমন কানাডা, আইসল্যান্ড,
সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, রাশিয়া প্রভৃতি দেশের উত্তরাংশে এরূপ
অবস্থা পরিদৃষ্ট হয়।