উত্তর :
শরী‘আত নির্ধারিত কারণ (সফর ও অসুখ) ব্যতীত অন্য কোন কারণে ছিয়াম ত্যাগ
করা যাবে না। কঠিন পরিশ্রমের কারণে ছিয়াম রাখা অসম্ভব হয়ে পড়লে উক্ত কাজ
পরিত্যাগ করে অল্প পারিশ্রমিকে হ’লেও সহজ কাজ করতে হবে। কোনক্রমেই জীবিকা
উপার্জনের জন্য ফরয ইবাদত পরিত্যাগ করা যাবে না। বরং এক্ষেত্রে আল্লাহর উপর
পূর্ণ ভরসা রাখতে হবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যদি তোমরা আল্লাহর উপর
যথার্থভাবে ভরসা করতে পার, তাহ’লে অবশ্যই তিনি তোমাদেরকে রিযিক দান করবেন,
যেভাবে তিনি পাখিকে রিযিক দিয়ে থাকেন। তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা
থেকে বের হয় ও সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে’ (তিরমিযী হা/২৩৪৪, ইবনু মাজাহ, মিশকাত হা/৫২৯৯)।