উত্তর : উক্ত বক্তব্য শরী‘আত সম্মত নয়। কারণ কুরআন ও হাদীছে সৎকাজের আদেশ এবং অসৎ কাজ হতে নিষেধ করতে মুসলমানকে নির্দেশ দেয়া হয়েছে (আলে ইমরান ১১০, তাওবাহ ৭১, লোকমান ১৭, তিরমিযী, মিশকাত হা/৫১৪০)। বরং নিষেধ না করা শাস্তিযোগ্য অপরাধ (মায়েদাহ হা/৭৮-৭৯)।
এর পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যখন লোকেরা তাদের মধ্যে
কোনরূপ অন্যায় হ’তে দেখে অথচ তার প্রতিরোধ করে না, আল্লাহ তার শাস্তিস্বরূপ
তাদের সকলের উপর গযব পাঠিয়ে দেন (আহমাদ, তিরমিযী হা/৪০০৫, মিশকাত হা/৫১৪২, সনদ ছহীহ)।