উত্তর : একবার হজ্জ করলে হজ্জের ফরযিয়াত আদায় হয়ে যাবে। আর কবুলের বিষয়টি আল্লাহর হাতে। তাই আশা ও ভয় দু’টিই থাকতে হবে। তবে সামর্থ্যবানদের জন্য প্রতি পাঁচ বছর অন্তর একবার হজ্জ করা মুস্তাহাব। রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ তা‘আলা বলেছেন, আমি আমার এক বান্দার শরীর সুস্থ রাখলাম এবং তার জীবিকা প্রশস্ত করে দিলাম, তবুও তার উপর পাঁচ বছর কেটে গেল, অথচ সে আমার কাছে (হজ্জ কিংবা ওমরার উদ্দেশ্যে) আগমন করল না তাহ’লে সে তো বঞ্চিত’ (ছহীহাহ হা/১৬৬২)। সেজন্য সালাফগণ সামর্থ্য থাকলে প্রতি পাঁচ বছর পরপর হজ্জ সম্পাদন করাকে পসন্দ করতেন (ছহীহুত তারগীব হা/১১৬৬)।
প্রশ্নকারী : হাসীবুর রশীদ, সিরাজগঞ্জ।