উত্তর :
উক্ত অবস্থায় ইমাম ছালাত ছেড়ে দিবেন এবং মুছল্লীদের মধ্যে কাউকে ইমামতির
জন্য এগিয়ে দিবেন। অতঃপর তার নেতৃত্বে বাকী মুছল্লীরা ছালাত শেষ করবে। ওমর
(রাঃ) ছালাতরত অবস্থায় আঘাতপ্রাপ্ত হলে এমনটিই করেছিলেন (বুখারী হা/৩৭০০)। আর শেষ তাশাহহুদে এরূপ ঘটলে নিকটস্থ একজন মুক্তাদীকে সালাম ফিরানোর জন্য বলে দিয়ে তিনি বের হয়ে যাবেন (উছায়মীন, লিকাউল বাবিল মাফতূহ ৪/৩৫)।