উত্তর : ছালাত
ছহীহ হওয়ার জন্য আযান শর্ত নয়। বরং ছালাতের সময় হলে আযান না দিয়ে ছালাত
আদায় করলেও তা আদায় হয়ে যাবে। অতএব ইসলামী সম্মেলনের আযান শোনা গেলে
পার্শ্ববর্তী মসজিদে আযান দেওয়ার বিষয়টি ইচ্ছাধীন (ফাতাওয়া লাজনা দায়েমা ফৎওয়া নং ৯৮৯৫)। তবে আযান দিলেও তা মাইকে দেওয়া উচিৎ হবে না।