উত্তর :
মানুষ সৃষ্টির মৌলিক উদ্দেশ্য আল্লাহর দাসত্ব করা। যেমন আল্লাহ তা‘আলা
বলেন, ‘আমি জিন ও ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি’ (যারিয়াত ৫১/৫৬)।
রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ বলেছেন, ‘হে আদম সন্তান! আমার ইবাদতের জন্য অবসর
হও। তাহ’লে আমি তোমার অন্তর প্রাচুর্য দিয়ে ভরে দিব এবং তোমার অভাব দূর
করে দিব। আর যদি তা না কর তাহ’লে তোমার দু’হাত ব্যস্ততা দিয়ে ভরে দিব এবং
তোমার অভাব দূর করব না’ (তিরমিযী হা/২৪৬৫)। আল্লাহর
দাসত্ব অর্থ আল্লাহর বিধানের দাসত্ব করা। যা কেবল কতগুলি ধর্মীয়
আনুষ্ঠানিকতার ক্ষেত্রে নয় বরং জীবনের সর্বক্ষেত্রে। কেননা ইসলাম একটি
পূর্ণাঙ্গ দ্বীন (মায়েদাহ ৩)।