উত্তর :
ছাহাবায়ে কেরামের মাঝে আক্বীদাগত কোন মতভেদ নেই। বরং সামান্য কিছু
ব্যাখ্যাগত মতভেদ দেখা যায়। এক্ষেত্রে একটাই পথ হ’ল আল্লাহ ও তাঁর রাসূলের
দিকে ফিরে যাওয়া (নিসা ৪/৫৯) এবং রাসূল (ছাঃ) ও খুলাফায়ে রাশেদীনের সুন্নাতকে হাতে-দাঁতে কামড়ে ধরা (আহমাদ, আবুদাঊদ, মিশকাত হা/১৬৫)
এবং সালাফে ছালেহীনের বুঝ অনুযায়ী শরী‘আতের ব্যাখ্যা করা। আর তাদের মাঝে
ব্যাখ্যাগত মতভেদের ক্ষেত্রে জমহূর সালাফের ব্যাখ্যা গ্রহণ করাই উচিৎ হবে।
জীবন পরিচালনার ক্ষেত্রে রাসূল (ছাঃ)-ই কেবল অনুসরণযোগ্য। তবে সালাফে
ছালেহীনের জীবন থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা যেতে পারে।