উত্তর : রাসূল (ছাঃ)-এর নবুঅত প্রাপ্তির পূর্বের কোন আমল বা বাণী শরী‘আতের দলীল হিসাবে গণ্য নয়। কারণ তখনও তিনি সাধারণ মানুষ ছিলেন এবং কোন কাজ আল্লাহর নিকট থেকে অহী প্রাপ্ত হয়ে করতেন না। সেজন্য ছাহাবায়ে কেরামদের কেউ গারে হেরায় বসে একদিনের জন্যও ইবাদত করেননি। কারণ তা রাসূল (ছাঃ)-এর নবুঅত প্রাপ্তির পূর্বেকার আমল ছিল (ইবনু তায়মিয়া, মাজমূ‘উল ফাতাওয়া ১১৮/১০-১১)।
প্রশ্নকারী : মা‘ছূম বিল্লাহ, সালনা, গাযীপুর, ঢাকা।