উত্তর : বেপর্দা নারীর পরিণাম জাহান্নাম (মুসলিম, মিশকাত হা/৩৫২৪ ‘ক্বিছাছ’ অধ্যায়)। তবে ছিয়াম বাতিল হবে না। কিন্তু ত্রুটিপূর্ণ হবে ও নেকী হ্রাস পাবে (বুখারী; মিশকাত হা/১৯৯৯; ছহীহ তারগীব হা/১০৮২)।
তাই গোনাহগার হওয়া সত্ত্বেও তাকে ফরয ছিয়াম থেকে নিষেধ করা যাবে না। বরং
উদ্বুদ্ধ করতে হবে যেন ছিয়াম রাখে এবং যাবতীয় অন্যায় থেকে তওবা করে।