উত্তর :
হয়নি। কেননা স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। বরং স্বামীর নিকট থেকে
‘খোলা’ করে নিতে পারে। বৈধ অভিভাবকের মাধ্যমে স্বামীকে জানিয়ে ‘খোলা’ করে
একমাসের ইদ্দত গণনা শেষে অন্যত্র বিবাহ করতে পারবে (বুখারী হা/৫২৭৩, মিশকাত হা/৩২৭৪, আবুদাঊদ হা/২২২৯-৩০)। মহিলা তার বৈধ অভিভাবককে না জানিয়ে বিবাহ করলে, তা বাতিল বলে গণ্য হবে (আবূদাঊদ হা/২০৮৩, ইবনু মাজাহ হা/১৮৭৯)। অতএব দ্রুত বিচ্ছিন্ন হয়ে তওবা করতে হবে।