উত্তর : সন্তানের ঋণ পরিশোধের জন্য পিতা বাধ্য নন। প্রাপ্ত বয়স্ক সন্তান ঋণ করে থাকলে সে নিজেই এর দায়-দায়িত্ব বহন করবে। সন্তান যদি পিতার সংসারেও থাকে, তবুও এর দায়ভার পিতার উপর বর্তাবে না। তবে পিতা ইহসান স্বরূপ অন্য সন্তানদের সম্মতিক্রমে তাকে ঋণ পরিশোধে সহযোগিতা করতে পারেন। আর বিশেষ অবস্থায় যাকাতের সম্পদ থেকেও তিনি সন্তানের ঋণ পরিশোধে সাহায্য করতে পারেন (নববী, আল-মাজমূ‘ ৬/২২৯; ইবনু কুদামা, মুগনী ২/৪৮২; ইবনু তায়মিয়াহ, আল-ইখতিয়ারাত ১/৫১৬)।
প্রশ্নকারী : নূরুল ইসলাম, আলীপুর, সাতক্ষীরা।