প্রশ্ন (২৬/২৬) : বহু পুরাতন খানজাহান আলীর সময়কার কবরস্থানের জমি বায়না করার পর এলাকাবাসী বলছে, এটা কবরস্থান ছিল। মালিক অস্বীকার করছেন। এখানে ঘর-বাড়ি করা যাবে কি?
432 বার পঠিত
উত্তর : কবর বহু পুরাতন হ’লে সেখানে ঘরবাড়ি নির্মাণ করা যায় (ফিক্বহুস সুন্নাহ ১/৩০১)। আর ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে জমির মালিকের কথাই অগ্রাধিকার যোগ্য (তিরমিযী হা/১২৭০, মিশকাত হা/২৮৮০, সনদ ছহীহ)।