উত্তর : প্রত্যেক ছালাতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে (নিসা ৪/১০৩)।
অতএব ওয়াক্তের মধ্যে হ’লে পড়তে পারবে। কারণ ফরয ছালাতের জন্য ওয়াক্ত হওয়া
শর্ত, আযান হওয়া শর্ত নয়। অতএব ছালাতের ওয়াক্ত শুরু হয়ে গেলে সুন্নাত ছালাত
পড়তে পারবে। আযান হৌক বা না হৌক।