উত্তর : সূর্য ও চাঁদকে মামা বলা হিন্দুদের একটি ধর্মীয় সংস্কৃতি। হিন্দু ধর্মানুসারে সমুদ্রমন্থনের ফলে সমুদ্রগর্ভ থেকে লক্ষ্মী আর চাঁদের উৎপত্তি। তাই তাদেরকে ভাই বোন হিসাবে ধরা হয়। আর হিন্দু শাস্ত্রে যেহেতু লক্ষ্মীদেবীকে মাতৃসম করে পূজা করা হয়, তাই মায়ের ভাই হিসাবে চাঁদকে মামা হিসাবে পরিচিতি দেওয়া হয়। (দ্র. বিষ্ণু পুরাণ, প্রথমাংশ, অধ্যায় ৯-১১: সমুদ্র মন্থনের বিবরণ এবং চন্দ্র ও লক্ষ্মী দেবীর আবির্ভাব; মহাভারত, আদিপর্ব, অধ্যায় ১৮-১৯: সমুদ্র মন্থনের ঘটনাবলী এবং এর ফলাফল; শিব পুরাণ, বিদ্যেশ্বর সংহিতা, অধ্যায় ৪-৫: চন্দ্র দেবতার বর্ণনা; পদ্ম পুরাণ, ভূমি খন্ড, অধ্যায় ৫৬-৬০: সমুদ্র মন্থন এবং এর থেকে উৎপন্ন রত্নগুলির বিবরণ)। অতএব অনৈসলামী সংস্কৃতি বিজড়িত এসব কথা বলা বা ছোটদের শেখানো থেকে বিরত থাকা উচিত। তবে সাধারণভাবে আদর করে এরূপ বললে গোনাহ হবে না। কেননা সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল (বুঃ মুঃ মিশকাত হা/১)।
প্রশ্নকারী : জাবের, নিয়ামতপুর, নওগাঁ।