উত্তর: আল্লাহ
বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ্কে ভয় করে, আল্লাহ তার (কাংখিত) পথ খুলে দেন’।
‘এবং তাকে রূযী দান করেন এমন উৎস হ’তে যে বিষয়ে তার কোনরূপ পূর্ব ধারণা ছিল
না’ (তালাক ৬৫/২-৩)। বেশি বেশি ক্ষমা প্রার্থনা করলে রুযী ও সম্পদ বৃদ্ধি হয় (নুহ ১০-১২)।
এছাড়া রাসূল (ছাঃ) দো‘আ শিক্ষা দিয়েছেন- আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ‘ইলমান
নাফি‘আন, ওয়া ‘আমালান মুতাক্বাববালান, ওয়া রিযক্বান ত্বাইয়েবা (হে আল্লাহ!
আমি তোমার নিকট উপকারী ইলম, কবুলযোগ্য আমল ও পবিত্র রূযী প্রার্থনা করছি’)
(ইবনু মাজাহ হা/৯২৫, মিশকাত হা/২৪৯৮)।