উত্তর : পিতা-মাতার খেদমত করা অপরিহার্য। আবার জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব। এক্ষণে পিতা-মাতার পাশে থাকার মত অন্য কেউ থাকলে তাকে রেখে জামা‘আতের সাথে ছালাত আদায় করবে। আর যদি কেউ না থাকে তাহ’লে পিতা-মাতার খেদমতকে অগ্রাধিকার দিবে এবং বাসায় ছালাত আদায় করবে (বাহূতী, কাশশাফুল ক্বেনা‘ ১/৪৯৫; ওছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৮/০২)। আর সুন্নাত ছালাতগুলো আদায় করার চেষ্টা করবে। কারণ এতে অনেক ছওয়াব রয়েছে। মসজিদে সুযোগ না পেলে বাড়ী এসে পড়বে। বাধ্যগত অবস্থায় ছেড়েও দেওয়া যাবে। তবে সর্বদা আদায় করার নিয়ত রাখতে হবে, যেন অবহেলা প্রকাশ না পায় (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৪/২৮৩-২৮৪)।
প্রশ্নকারী :সাজ্জাদুল ইসলাম, বরিশাল।