উত্তর : মৃতকে গোসল দেওয়া ওয়াজিব। এক্ষণে গোসল দেওয়ার সময় হাত দ্বারা স্পর্শ করার কারণে শরীর ঝলসানো চামড়া খসে যাওয়ার সম্ভাবনা থাকলে কেবল মাইয়েতের দেহে পানি ঢেলে দেবে। এতেও ক্ষতির সম্ভাবনা থাকলে তায়াম্মুম করাবে (নববী, আল-মাজমূ‘ ৫/১৭৮; হায়তামী, তোহফাতুল মুহতাজ ৩/১৮৪)। আর লাশ যদি এর থেকেও বেশী স্পর্শকাতর বা ভয়াবহ হয়, তাহলে গোসল ও তায়াম্মুম ছাড়াই কাফন-দাফন সম্পন্ন করবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ২/১১৯)।
প্রশ্নকারী : মুহাম্মাদ আব্দুর রাযযাক, নবাবগঞ্জ, দিনাজপুর।