প্রশ্ন (২০/২৬০) : নবী করীম (ছাঃ) তাহাজ্জুদ ছালাত প্রথম দুই রাক‘আত হালকাভাবে পড়তেন। তিনি এই দুই রাক‘আতে কি কি সূরা পাঠ করতেন?
526 বার পঠিত
উত্তর : উক্ত দু’রাক‘আতে তিনি কোন সূরা পাঠ করতেন তা বর্ণিত হয়নি (মুসলিম হা/৭৬৭)। নববী বলেন, প্রস্ত্ততিমূলকভাবে তিনি প্রথম দু’রাক‘আতকে সংক্ষিপ্ত করতেন যাতে পরবর্তী রাক‘আতগুলিতে ক্লান্তি না আসে (শরহ মুসলিম ৬/৫৪)।