উত্তর:
ইমাম সম্পূর্ণ দাঁড়িয়ে গেলে বসবেন না। বরং মুক্তাদীগণ ইমামের অনুসরণে
দাঁড়িয়ে যাবে। কেননা ইমাম নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য (বুখারী হা/৩৭৮; মিশকাত হা/৮৫৭)।
ভুলের জন্য ইমাম সালাম ফিরানোর পূর্বে সহো সিজদা করবেন। আর সম্পূর্ণ না
দাঁড়ালে বসে যাবেন। এক্ষেত্রে সহো সিজদা লাগবে না। মুগীরাহ বিন শো‘বাহ
(রাঃ) হ’তে বর্ণিত রাসূল (ছাঃ) বলেছেন, ‘যদি ইমাম দ্বিতীয় রাক‘আতে (ভুলবশত
বৈঠক না করে) দাঁড়িয়ে যায় এবং সোজা হয়ে দাঁড়ানোর পূর্বেই স্মরণে আসে,
তাহ’লে সে বসে যাবে। আর যদি সোজা হয়ে দাঁড়িয়ে যায় তাহ’লে বসবে না। বরং শেষে
দু’টি সহো সিজদা দিবে’ (আবুদাউদ হা/১০৩৬; মিশকাত হা/১০২০; ছহীহাহ হা/৩২১)। অবশ্য সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার পরে বসে পড়লে ছালাত বাতিল হবে না। কেননা সেটি ভুলবশতঃ হয়েছে।