উত্তর :
মসজিদকে বিশেষ কোন ব্যক্তি, গোত্র, স্থান বা বৈশিষ্ট্যগত নামে নামকরণ করা
জায়েয রয়েছে। রাসূল (ছাঃ)-এর যুগে ‘মসজিদে বনী যুরায়েক্ব’ নামে মসজিদ ছিল (বুখারী হা/৪২০)।
এছাড়া মসজিদুল আক্বছা, মসজিদুল হারাম নামদ্বয় পবিত্র কুরআনে এসেছে। সুতরাং
পরিচিতির জন্য মসজিদের নামকরণ করা যায়। তাই ‘আহ’লেহাদীছ মসজিদ’ বলায় কোন
দোষ নেই। যেহেতু দেশে আহ’লেহাদীছ আক্বীদার চেয়ে বিদ‘আতী আক্বীদার অনুসারী
বেশী, তাই এর বৈশিষ্ট্যগত পরিচয় প্রকাশ এবং নিরাপত্তা ও স্বকীয়তা রক্ষার সৎ
উদ্দেশ্যেই ‘আহ’লেহাদীছ’ নামে মসজিদ রেজিষ্ট্রি করা হয়ে থাকে। এর সবচেয়ে
বড় উপকারিতা এই যে, এর ফলে এর পরিচালনা কমিটিতে কোন বিদ‘আতী ঢুকতে সাহস পায়
না। এমনকি বিদ‘আতী দলগুলিও এখানে প্রবেশ করে না।