উত্তর : উট
যবেহ করার সাধারণ নিয়ম হ’ল, উট দাঁড়ানো অবস্থায় তার কণ্ঠনালীতে ধারালো
ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করা। আর গরু-ছাগল যবেহ করার নিয়ম হ’ল, মাথা
দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে গলায় ছুরি চালানো। তবে বাধ্যগত অবস্থায়
উটকে গরু-ছাগলের মত মাটিতে ফেলে যবেহ করলে নাজায়েয হবে না। যেমন বনু
হারেছার জনৈক ব্যক্তি ওহোদের পাহাড়ী এলাকায় উট চরাচ্ছিল। একটি মাদী উট হঠাৎ
মুমূর্ষু হয়ে পড়লে তার বুকে একটি কাঠের সুঁচালো মাথা দিয়ে আঘাত করে রক্ত
প্রবাহিত করা হয়। অতঃপর রাসূল (ছাঃ)-কে এ সংবাদ প্রদান করলে তিনি তা খাওয়ার
আদেশ দেন’ (আবুদাঊদ, মিশকাত হা/৪০৯৬ ‘শিকার ও যবেহ’ অনুচ্ছেদ)।