উত্তর :
ঔষধ খাওয়ার পূর্বে নির্দিষ্ট কোন দো‘আ নেই। অতএব ‘বিসমিল্লাহ’ বলাই যথেষ্ট
হবে। আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যখন তোমাদের কেউ
কিছু খাবে তখন সে যেন ‘বিসমিল্লাহ’ বলে। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে সে যেন
বলে, ‘বিসমিল্লাহি আউওয়ালাহূ ওয়া আ-খিরাহূ’ । অর্থ, উহার শুরুতে ও শেষে ‘বিসমিল্লাহ’ (আবুদাঊদ হা/৩৭৬৭; মিশকাত হা/৪২০২; সিলসিলা ছহীহাহ হা/৩৪৪)।