উত্তরঃ
ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও জামা‘আতে ছালাত আদায় করা উচিত। কারণ ইসলাম
মসজিদে গিয়ে জামা‘আতের সাথে ছালাত আদায়ের প্রতি গুরুত্বারোপ করেছে
(মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৭০২ ও ১০৫২)। তাছাড়া অন্য হাদীছে এসেছে,
আযান শুনার পরেও গ্রহণযোগ্য ওযর ছাড়া মসজিদে না আসলে ছালাত হবে না (ছহীহ
ইবনু মাজাহ হা/৭৯৩; মিশকাত হা/১০৭৭)। এক্ষণে উক্ত অবস্থায় ছালাত হয়ে যাবে।
কিন্তু নেকী কম হবে (ছহীহ আবুদাঊদ হা/৭৯৬, সনদ হাসান)।