উত্তর : উক্ত মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না। পানিতে প্রকাশ্য কোন অপবিত্রতা না থাকলে কোন সমস্যা নেই। তবে টয়লেট একটি অপবিত্র স্থান, যেখানে জিন-শয়তানেরা অবস্থান করে। সেজন্য বালতিতে পানি রাখলে ঢেকে রাখা উচিত। রাসূল (ছাঃ) বলেন, ‘এই সকল স্থানে সাধারণত শয়তান উপস্থিত হয়ে থাকে। অতএব তোমাদের কেউ যখন পায়খানায় যাওয়ার ইচ্ছা করে তখন সে যেন বলে, ‘আমি আল্লাহর নিকট স্ত্রী ও পুরুষ উভয় শয়তানের অনিষ্ট হ’তে আশ্রয় প্রার্থনা করছি’ (ইবনু মাজাহ হা/২৯৬; মিশকাত হা/৩৫৭; ছহীহাহ হা/১০৭০)।
-সাইফুল ইসলাম, ঢাকা।