উত্তর :
তাবীয থাকায় রাসূলুল্লাহ (ছাঃ) বায়‘আত গ্রহণ করেননি মর্মে বর্ণিত হাদীছটি
ছহীহ। উক্ববা বিন ‘আমের (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ (ছাঃ)-এর খিদমতে
একদল লোক আসল। অতঃপর দলটির ৯ জনের বায়‘আত নিলেন এবং একজনকে বাকী রাখলেন।
তারা বলল, হে আল্লাহর রাসূল! আপনি ৮ জনকে বায়‘আত করালেন আর একজনকে ছেড়ে
দিলেন। রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, তার সাথে একটি তাবীয আছে। তখন লোকটি হাত
ভিতরে ঢুকিয়ে তাবীয ছিঁড়ে ফেলল। তখন রাসূলুল্লাহ (ছাঃ) তার বায়‘আত গ্রহণ
করলেন (আহমাদ হা/১৭৪৫৮; ছহীহাহ হা/৪৯২)।