উত্তর : আযানের পূর্বে মসজিদে প্রবেশ করার পর যদি দু’রাক‘আত ছালাত আদায় করার মত সময় থাকে, তবে তা আদায় করে বসবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন দু’রাক‘আত ছালাত আদায় ব্যতীত না বসে’ (বুখারী হা/৪৪৪; মুসলিম হা/৭১৪; মিশকাত হা/৭০৪)। তবে সময় না থাকলে দাঁড়িয়ে অপেক্ষা করবে। অতঃপর মাগরিবের পূর্বের দু’রাক‘আত নফল ছালাত আদায় করবে (বুখারী হা/১১৮৩, মিশকাত হা/১১৬৫)।
-সাঈদুর রহমান, হারাগাছ, রংপুর।