মুরগী আগে জন্মেছে না ডিম? যুগ যুগ ধরে এই নিয়ে বিতর্ক চলেছে। গবেষকদের একটি অংশের দাবী মুরগী আগে এসেছে। আবার অপর একটি অংশ বলেন, মুরগী নয়, ডিমই আগে। কোনটি আগে তা নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা চলেছে। সম্প্রতি সেই রহস্যের সমাধান করেছেন ব্রিটেনের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। তাদের দাবী, ডিম নয়, মুরগীই আগে। আর সেটা প্রমাণসহ প্রকাশ্যে এনেছেন তারা।

গবেষকদের দাবী, ডিমের মধ্যে যে সাদা অংশটি থাকে তাতে ওভোক্লিডিন (ওসি-১৭) নামে প্রোটিন থাকে। আর ডিমের সৃষ্টিতে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এই ওভোক্লিডিন প্রোটিন মুরগীর গর্ভাশয়ে পাওয়া যায়। এ থেকে প্রমাণিত যে, প্রথমে মুরগী এসেছে। তারপর তার গর্ভাশয়ে ওভোক্লিডিন প্রোটিন তৈরী হয়েছে। সেই প্রোটিন থেকেই ডিমের সৃষ্টি। এখন মুরগী আগে আসা প্রমাণিত হ’লেও সেই মুরগী পৃথিবীতে প্রথম কিভাবে এল তা নিয়ে কোনও জবাব দিতে পারেননি গবেষকরা।

[এর জবাব আছে পবিত্র কুরআনে। যেখানে বলা হয়েছে, আল্লাহ সকল বস্ত্তর সৃষ্টিকর্তা। তিনি এক ও পরাক্রান্ত’ (রা‘দ ১৩/১৬)। মানুষের প্রয়োজনে আল্লাহ সকল প্রাণী ও বস্ত্ত সৃষ্টি করেছেন। অতএব নিঃসন্দেহে মুরগী আগে জন্মেছে। যেমন মানুষ আগে সৃষ্টি হয়েছে, পরে তাদের সন্তানাদি হয়েছে (স.স.)।]






পরিত্যক্ত প্লাস্টিক ব্যাগ থেকে জ্বালানি তেল উৎপাদন কৌশল আবিষ্কার
বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড অফিস তৈরী হবে দুবাইতে
ইফতারের শুরুতে খেজুর খাওয়া নিয়ে বিজ্ঞান যা বলছে
সমুদ্রের নিচে গাড়ি চালানো : কল্পনা না বাস্তব?
পৃথিবীর মত বসবাস উপযোগী তিনটি গ্রহ আবিষ্কৃত
চাঁদের বুকে বেরিয়ে এলো পানি
ব্যাপক ক্ষমতাসম্পন্ন চোখ ‘বায়োনিক আই’ তৈরীর পথে হংকংয়ের গবেষকেরা
ভারতে সাড়ে চার দিনেরও কম সময়ে ৭৫ কি.মি. রাস্তা তৈরীর অনন্য নযীর
স্পর্শ বা দৃষ্টিপাত ছাড়াই চলবে স্মার্টফোন
দেড় লাখ কোটি নতুন তারার সন্ধান লাভ!
সৌরজগতের বাইরে নতুন গ্রহের সন্ধান
কেমোথেরাপি নয়, এবার টিকাতেই নিরাময় হবে ক্যান্সার!
আরও
আরও
.