উত্তর : ‘মুলতাযাম’ অর্থ জড়িয়ে ধরার স্থান। আর এটি হ’ল কা‘বার দরজা ও হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থান। এ স্থানের জন্য নির্দিষ্ট কোন দো‘আ বা আমল রাসূল (ছাঃ) থেকে বর্ণিত হয়নি। তবে ইবনু আববাস (রাঃ) সহ একাধিক ছাহাবী এখানে নির্দিষ্ট ভঙ্গিতে দো‘আ করেছেন। এ স্থানে আমল করার পদ্ধতি হ’ল; বান্দা তার বুক, মুখ, দু’হাতের কুনই ও কব্জি কা‘বার সাথে মিলিয়ে রেখে ইচ্ছামত দো‘আ করবে (ইবনু মাজাহ হা/২৯৬২; ছহীহাহ হা/২১৩৮)। তবে দো‘আ এতো দীর্ঘ করা যাবে না যাতে অন্যদের সুযোগ নষ্ট না হয়। অর্থাৎ স্থান সংকীর্ণ করা যাবে না (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ ফাতাওয়া ২৬/১৪২-১৪৩; ঊছায়মীন, শারহুল মুমতে‘ ৭/৪০২-৪০৩)।