উত্তর
: করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জন্য যদি ছিয়াম পালন ক্ষতির কারণ হয়,
তবে ছিয়াম ছেড়ে দেবে এবং তা গণনা করে পরবর্তীতে সুস্থ হ’লে আদায় করবে (বাক্বারাহ ২/১৮৬)। আর এ অবস্থায় মারা গেলে তার উপর কিছুই ওয়াজিব হবে না, কেননা সে অপারগ ছিল (নববী, আল মাজমূ‘ ৬/৩৬৭)।
আর যদি ক্বাযা আদায়ের সময় পাওয়ার পরও তা আদায় না করে, তবে তার
উত্তরাধিকারীগণ প্রতিটি ক্বাযা ছিয়ামের বিনিময়ে ফিদইয়া প্রদান করবে অর্থাৎ ১
মুদ চাউল (৬২৫ গ্রাম) প্রতি ছিয়ামের বদলে দিবেন অথবা এক বেলা পেট ভরে
খাইয়ে দিবেন। বেশী দিলে বেশী নেকী পাবেন’ (বায়হাক্বী হা/৮৪৭৫-৭৬; দ্র. ‘ছিয়াম ও ক্বিয়াম’ বই ৭৯-৮১ পৃ.)।