উত্তর : হাক্কুল ইবাদ নষ্ট করায় তিনি যে অপরাধ করেছেন তা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষমা না করলে ক্ষমা হওয়ার নয় (বুখারী হা/২৪৪৯)।
রাসূল (ছাঃ) বলেন,...যে যুলুমের ব্যাপারে আল্লাহ ছাড় দেন না, তা হ’ল
বান্দার উপর কৃত যুলুম, যার বদলা তিনি বান্দাদের একে অপর থেকে গ্রহণ করবেন (সিলসিলা ছহীহাহ হা/১৯২৭, সনদ হাসান)।
এক্ষণে সন্তান ও আত্মীয়- স্বজনরা তার মাগফিরাতের জন্য সদা-সর্বদা দো‘আ
করবে এবং দান-ছাদাক্বা করবে। সম্ভব হ’লে ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে তাদের হক
ফিরিয়ে দিয়ে পিতার পক্ষে ক্ষমা চাইবে।