উত্তর :
ডাক্তারগণ রোগী দেখতে যাওয়া ব্যক্তিদের হুকুমের অন্তর্ভুক্ত হবেন না। তারা
তাদের দায়িত্ব পালনের জন্য রোগীর পার্শ্বে থাকেন। পক্ষান্তরে রোগী দেখতে
যাওয়া ব্যক্তিদের দুনিয়ার কোন স্বার্থ জড়িত থাকে না। তবে ডাক্তারগণ যদি
মানবিক তাকীদে ও নেকী হাছিলের শুদ্ধ নিয়তে তাদের দায়িত্ব পালন করেন তাহ’লে
তারা নেকী পাবেন; কিন্তু সেটা রোগী দেখতে যাওয়ার মত নয় (বুখারী ১ম খন্ড হা/১)।