উত্তর : স্ত্রী নন, বরং দাসী ছিলেন। রাসূল (ছাঃ)-এর মোট চারজন দাসী ছিলেন, যাদের মধ্যে মারিয়াহ ক্বিবত্বিয়া ছিলেন অন্যতম (যাদুল মা‘আদ ১/১১০, সীরাতুর রাসূল (ছাঃ) ৭৫৯ পৃ.)।
তিনি ছিলেন মিসরীয় বংশোদ্ভূত। তাঁর গর্ভে রাসূল (ছাঃ)-এর শেষ সন্তান
ইব্রাহীম জন্ম নেওয়ায় তিনি মুক্ত হন এবং উম্মে ওয়ালাদের মর্যাদা লাভ করেন।
তবে স্ত্রী নন। পুত্র সন্তানটি দুধ ছাড়ার আগেই মাত্র ১৮ মাস বয়সে মদীনায়
মৃত্যুবরণ করেন (বুখারী হা/১০৬০; মুসলিম হা/৯০৬; রহমাতুল্লিল ‘আলামীন ২/৯৮ পৃ.)।