উত্তর : অনুবাদটা
ভুল হয়েছে। ওয়াসওয়াসাকে ঈমান বলা হয়নি; বরং ওয়াসওয়াসার ভীতিকে ঈমান বলা
হয়েছে। ছাহাবীগণের একটি দল এসে বললেন, আমাদের মনে এমন কিছু উদয় হয় যা আমরা
খুব খারাপ মনে করি। কিন্তু তা মুখে প্রকাশ করাকে আমরা গুরুতর অপরাধ মনে
করি। তখন রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, ‘এই ভীতিই তোমাদের সুস্পষ্ট ঈমান’ (মুসলিম হা/৩৫৭; মিশকাত হা/৬৪)। তবে মনে এরূপ ধারণা সৃষ্টি হলে আল্লাহর কাছে নাঊযুবিল্লাহ বলে পানাহ চাইতে হবে (বুখারী হা/৩২৭৬; মিশকাত হা/৬৫)।