উত্তর :
নির্ধারিত মেয়াদ ভিত্তিক কিস্তিতে পণ্যমূল্য পরিশোধ করা জায়েয। যদি সেখানে
নগদে এক মূল্য এবং বাকীতে অধিক মূল্য না হয়। বাকীতে অধিক মূল্য নিলে সেটি
সূদ হবে। রাসূলুল্লাহ (ছাঃ) এক ব্যবসায়ে নগদে এক বিক্রি ও বাকীতে আরেক
বিক্রি নিষেধ করেছেন। আর তা হ’ল, ‘বিক্রেতা বলবে, বস্ত্তটি বাকীতে অত টাকায়
এবং নগদে এত টাকায়’ (আহমাদ হা/৩৭৮৩, ১/৩৯৮ ‘ছহীহ লেগায়রিহী’ আরনাঊত্ব;
ইরওয়া হা/১৩০৭-এর আলোচনা ৫/১৪৯; ছহীহাহ হা/২৩২৬-এর আলোচনা ৫/৪২০-২১ পৃ.;
বিস্তারিত দ্রঃ ‘বায়‘এ মুআজ্জাল’ বই)।