উত্তর : এরূপ
কোন নির্দিষ্ট সময়সীমা নেই। যখনই ক্ষুধা অনুভব করবে তখনই খাবে। তবে রাসূল
(ছাঃ) ও ছাহাবীগণ দিনে-রাতে সাধারণত দু’বেলা খাবার গ্রহণ করতেন। যেমন আয়েশা
(রাঃ) বলেন, মুহাম্মাদ (ছাঃ)-এর পরিবারবর্গ একদিনে দু’বেলা খানা খেলে
একবেলা শুধু খেজুর খেয়েই কাটিয়ে দিতেন (বুখারী হা/৬৪৫৫)। হাফেয
ইবনু হাজার (রহঃ) বলেন, এতে ইঙ্গিত রয়েছে যে, রাসূল (ছাঃ)-এর পরিবার অনেক
সময় এক বেলা খাবার খেয়ে কাটিয়ে দিতেন। আর দু’বেলা খাওয়ার সুযোগ হ’লে একবেলা
খেতেন খেজুর (ফাৎহুল বারী ১১/২৯২)।