উত্তর : বিবাহ নিশ্চিত করতে আংটি বিনিময়ের পদ্ধতিটি খৃষ্টানদের মধ্যে প্রচলিত প্রথা, যা প্রাচীন গ্রীকদের থেকে আগত। তারা বিশ্বাস করত যে, বামহাতের অনামিকায় আংটি পরালে হবু স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধন দৃঢ় হয় (উইকিপিডিয়া)। সুতরাং এই রীতি অনুসরণ থেকে মুসলমানদের বিরত থাকা উচিৎ। আর যদি উক্ত ভ্রান্ত বিশ্বাস নিয়ে আংটি প্রদান করা হয়, তবে তা হারাম এবং শিরকের পর্যায়ভুক্ত হবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৮/১১২)। তবে সাধারণভাবে বিবাহের আগ্রহ প্রকাশার্থে কোন অলংকার বা হাদিয়া প্রদানে দোষ নেই (উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ দারব ২২/২)।