উত্তর :
এ বিষয়ে ইমাম ইবনু তায়মিয়াহ বলেন, যদি কেউ বলে ঈমান মাখলূক না গায়ের
মাখলূক? তাহ’লে তাকে বলা হবে, ঈমান দ্বারা তুমি কি বুঝ? তুমি কি এর দ্বারা
আল্লাহর গুণাবলী ও তাঁর কালাম বুঝ? যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ও তার উপর
বিশ্বাস স্থাপন করা, যাকে মুমিন বলা হয়, তাহ’লে ঈমান গায়ের মাখলূক। আর যদি
তুমি এর দ্বারা বান্দার কর্ম ও গুণাবলী বুঝ, তাহ’লে বান্দা মাখলূক এবং তার
সকল কর্ম ও গুণাবলী মাখলূক (ফাতাওয়া ইবনু তায়মিয়াহ ৭/৬৬৪)।
অর্থাৎ বিশ্বাসের অংশটুকু গায়ের মাখলূক এবং কর্মের অংশটুকু মাখলূক। অতএব
ঈমান দ্বারা যদি আল্লাহ ও তাঁর গুণাবলী বুঝানো হয়, তখন ঈমানকে মাখলূক বললে
সে কাফের হবে। নইলে নয়।