উত্তর : এ ব্যাপারে শরী‘আতে কোন বিধি-নিষেধ নেই। বরং মানুষকে বেশী বেশী মিসওয়াক করার প্রতি উৎসাহিত করতে হবে। রাসূল (ছাঃ) বাড়িতে প্রবেশ করে প্রথমে মিসওয়াক করতেন (মুসলিম হা/২৫৩; মিশকাত হা/৩৭৭)। তিনি দিনে বা রাতে যেকোন সময় ঘুম থেকে জাগ্রত হ’লে মিসওয়াক করতেন (আবুদাউদ হা/৫৭; মিশকাত হা/৩৮৩; ছহীহুল জামে‘ হা/৪৮৫৩)। এছাড়া প্রত্যেক ছালাতের পূর্বে মিসওয়াক করতে উৎসাহিত করতেন (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৩৭৬)।