উত্তরঃ
রাসূলুল্লাহ (ছাঃ) মেয়ে শিশুর বেলায় এরূপ করতে বলেছেন। এজন্য ধৌত না করলে
পবিত্র হয় না। কারণ কি তা জানা যাক বা না যাক রাসূলুল্লাহ (ছাঃ) এরূপ করতে
বলেছেন তাই করতে হবে। প্রত্যেক মুসলিমের আক্বীদাহ এরূপই হওয়া উচিত। তবে
ইসলাম ধর্মের কোন কিছুই আল্লাহ তা‘আলা কারণ ছাড়া চাপিয়ে দেননি। ইমাম
শাফেঈকে এই প্রশ্ন করা হ’লে উত্তরে তিনি বলেন, ছেলে শিশুর পেশাব পানি এবং
মাটি হ’তে তৈরি হয় আর মেয়ে শিশুর পেশাব গোশত এবং রক্ত থেকে তৈরি হয়। এর
ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহ আদমকে মাটি ও পানি দিয়ে সৃষ্টি করেন। আর
হাওয়াকে সৃষ্টি করেন আদমের বাঁকা পাজর থেকে। ফলে ছেলের পেশাব হয় পানি ও
মাটি থেকে এবং মেয়ের পেশাব হয় গোশত ও রক্ত থেকে’ (ছহীহ ইবনু মাজাহ হা/৫২৫)।