ইসলামের অন্যতম রুকন ছালাত শুদ্ধ হওয়ার জন্য ওযূ যরূরী। ওযূ ঠিকভাবে করা না হ’লে ছালাত হয় না। তাছাড়া ওযূ একটি ইবাদত, যার মাধ্যমে ওযূকারীর শরীর থেকে ছগীরা গোনাহগুলি ঝরে যায়। ছালাত সিদ্ধ হওয়া এবং ওযূর উক্ত ফযীলত লাভের জন্য ওযূ রাসূল (ছাঃ) প্রদর্শিত তরীকায় হওয়া আবশ্যক। এতে কোন ধরনের সংযোজন-সংকোচন বা হ্রাস-বৃদ্ধি ওযূকে বিনষ্ট করবে। তাই ওযূ রাসূল (ছাঃ)-এর পদ্ধতিতেই হ’তে হবে। কিন্তু কোন কোন মাযহাবী ভাই বিভিন্ন জাল-যঈফ বর্ণনার উদ্ধৃতি দিয়ে ওযূতে অনেক অতিরিক্ত কাজ করে থাকেন। তন্মধ্যে ঘাড় মাসাহ অন্যতম। এটা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়। তাই কেউ ঘাড় মাসাহ করলে তা সুন্নাত পরিপন্থী হবে। এ সম্পর্কে নিম্নে আলোচনা করা হ’ল।-

ওযূতে ঘাড় মাসাহ করা সুন্নাত নাকি বিদ‘আত?

মাযহাবী ভাইদের রচিত ছালাত সম্পর্কিত বই সমূহে লেখা হয়েছে যে, ওযূতে ঘাড় মাসাহ করা সুন্নাত। যেমন মাওলানা আব্দুল মালেক সম্পাদিত ‘নবীজির নামায’ (পৃঃ ১১৪) বইয়ে ঘাড় মাসাহকে সুন্নাত আখ্যায়িত করা হয়েছে। এবং এর পক্ষে একটি মুরসাল (যা যঈফ) দলীলও পেশ করা হয়েছে। আশরাফ আলী থানবী লিখেছেন, ‘অতঃপর দুই হাতের আঙ্গুলের পিঠ দ্বারা গর্দান মাসহে করিবে। গলা মাসহে করিবে না, ইহা নিষেধ এবং দূষণীয়’।[1]

ইমাম আবূ হানীফা (রহঃ) ‘ঘাড় মাসাহ করাকে সুন্নাত বলেছেন ও গলা মাসাহকে দূষণীয় বলেছেন’ মর্মে কোন স্পষ্ট দলীল ভিত্তিক উক্তি জানা যায় না। এ বিষয়ে বেহেশতী জেওরেও কোন উদ্ধৃতি নেই, যেখানে ইমাম আবূ হানীফা (রহঃ) হ’তে এটি প্রমাণ করা যায়। ‘হাতের তালু দিয়ে ঘাড় মাসাহ করা যাবে না’ বা আঙ্গুলের পিঠ দ্বারা মাসাহ করতে হবে’ মর্মে কোন ফৎওয়া ইমাম আবূ হানীফার পক্ষ হ’তে আছে বলে জানা যায় না।

নিম্নে ঘাড় মাসাহ করার ব্যাপারে পেশকৃত কতিপয় দলীলের পর্যালোচনা তুলে ধরা হ’ল।-

(ক) মারফূ‘ বর্ণনাসমূহ[2]

দলীল-১ :

عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَنْ تَوَضَّأَ وَمَسَحَ بِيَدَيْهِ عَلَى عُنُقِهِ، وُقِيَ الْغُلَّ يَوْمَ الْقِيَامَة-

ইবনে ওমর (রাঃ) হ’তে বর্ণিত, নবী করীম (ছাঃ) বলেন, যে ব্যক্তি ওযূ করবে এবং তার  দু’হাত  দ্বারা  স্বীয়  ঘাড়  মাসাহ

করবে তাকে ক্বিয়ামতের দিনে বেড়ী হ’তে মুক্ত রাখা হবে’।[3]

পর্যালোচনা : এটি প্রত্যাখ্যাত বর্ণনা। হাফেয ইবনে হাজার আসক্বালানী (রহঃ) বলেছেন,قُلْتُ: بَيْنَ ابْنِ فَارِسٍ، وَفُلَيْحٍ مَفَازَةٌ، فَيُنْظَرُ فِيْهَا ‘আমি বলেছি, ইবনে ফারেস এবং ফুলায়হ-এর মাঝে সমস্যার স্থলটি রয়েছে। অতএব এতে লক্ষ্য করতে হবে।[4]

অর্থাৎ উভয়ের মাঝে কোন্ রাবী লুক্কায়িত আছে তা লক্ষ্য করতে হবে। আল্লামা শাওকানী (রহঃ)-এর মতে, যদি উভয়ের মাঝে হুসায়েন বিন উলওয়ান থাকেন, তবে তিনি সমালোচিত রাবী।[5] যেমন-

(১) আবূ হাতিম বলেন,كَانَ يَضَعُ الْحَدِيثَ لَا يَحِلُّ كَتْبُ حَدِيْثِهِ، كَذَّبَهُ أَحْمَدُ وَيَحْيَى ‘তিনি (হুসায়েন বিন উলওয়ান) হাদীছ জাল করতেন। তার হাদীছ লেখা যাবে না। আহমাদ এবং ইয়াহ্ইয়া তাকে মিথ্যুক বলেছেন।[6]

(২) সাখাবী (রহঃ) লিখেছেন, فالحسين متهم بالكذب، ‘আর হুসায়েন মিথ্যার অভিযোগে অভিযুক্ত’।[7]

(৩) ইয়াহ্ইয়া বিন মাঈন তাকে মিথ্যুক[8], হায়ছামী যঈফ[9], ইবনে হাজার (রহঃ) মাতরূক বা পরিত্যাজ্য[10], আবূ হাতেম অত্যন্ত দুর্বল ও মাতরূকুল হাদীছ অভিহিত করেছেন।[11]

(৪) শাওকানী (রহঃ) ও ইবনে আদী হুসাইন বিন উলওয়ানকে হাদীছ জালকারী বলে উল্লেখ করেছেন।[12]

(৫) ইবনুল জাওযী উল্লেখ করেন, হুসাইন বিন উলওয়ানকে ইয়াহইয়া বিন মাঈন মিথ্যুক ও আলী ইবনু মাদীনী তাকে অত্যন্ত দুর্বল বলেছেন। ইমাম নাসাঈ, আবূ হাতেম ও দারাকুৎনী বলেছেন, তিনি মাতরূকুল হাদীছ এবং আবুল ফাৎহ আযদী তাকে মহা মিথ্যুক, খবীছ আখ্যায়িত করেছেন।[13]

সুতরাং যদি হুসায়েন এই সনদে থেকে থাকেন, তবে এটি বানোয়াট। নতুবা রাবী মাজহূল থাকার কারণে এটি যঈফ।

দলীল-২ :

ثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ ثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ دَاوُد ثَنَا عُثْمَانُ بْنُ خِرْزَادَ ثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ ثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو الْأَنْصَارِيُّ عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ إذَا تَوَضَّأَ مَسَحَ عُنُقَهُ وَيَقُولُ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ

وَسَلَّمَ: مَنْ تَوَضَّأَ وَمَسَحَ عُنُقَهُ لَمْ يُغَلَّ بِالْأَغْلَالِ يَوْمَ الْقِيَامَةِ-

আনাস ইবনু সীরীন ইবনে ওমর (রাঃ) হ’তে বর্ণনা করেন, ইবনে ওমর যখন ওযূ করতেন তখন তাঁর ঘাড় মাসাহ করতেন এবং বলতেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,যে ওযূ করবে এবং তার ঘাড় মাসাহ করবে ক্বিয়ামতের দিনে তাকে শিকল দ্বারা বাঁধা হবে না’।[14]

পর্যালোচনা : এটি যঈফ। কারণ এই সনদের অন্যতম রাবী মুহাম্মাদ বিন আমর আনছারী সমালোচিত।

(১) ইয়াহ্ইয়া বিন মাঈন (রহঃ)[15], ইমাম শাওকানী,[16] ইবনে হাজার আসক্বালানী,[17] আলবানী (রহঃ),[18] ইয়াহ্ইয়া বিন সাঈদ (রহঃ),[19] ইবনে শাহীন[20] প্রমুখ মনীষী মুহাম্মাদ বিন আমর আনছারীকে যঈফ আখ্যায়িত করেছেন।

(২) ইমাম হাকেম (রহঃ) লিখেছেন, وَهُوَ عَزِيزُ الْحَدِيثِ جِدًّا ‘তিনি অতি মাত্রায় আযীয হাদীছ বর্ণনা করতেন’।[21]

মোটকথা মুহাম্মাদ বিন আমর একজন যঈফ রাবী। তার যঈফ হওয়া সম্পর্কে জমহুর মুহাদ্দিছ ঐক্যমত পোষণ করেছেন। সুতরাং তার বর্ণিত হাদীছ প্রত্যাখ্যাত।

দলীল-৩ : من توضأ ومسح يديه على عنقه أمن من الغل يوم القيامة. أبو نعيم عن ابن عمر- ‘যে ওযূ করবে এবং তার দু’হাত দ্বারা ঘাড় মাসাহ করবে, সে ক্বিয়ামতের দিনে বেড়ী (পরানো) থেকে নিরাপদে থাকবে’।[22]

পর্যালোচনা : এই বর্ণনাটি অত্যন্ত যঈফ বা দুর্বল।

(১) আল-উৎলুওয়ানী উক্ত হাদীছের সনদকে যঈফ বলেছেন।[23]

(২) এর সনদেও পূর্বোল্লিখিত ‘মুহাম্মাদ বিন আমর আনছারী’ আছেন। এতদ্ভিন্ন এর সনদে আরো ক্রটিযুক্ত রাবী আছেন। সুতরাং এই বর্ণনাটি দুর্বল। যা আমল ও দলীলের উপযুক্ত নয়।

দলীল-৪ : عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ قَالَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ حَتَّى بَلَغَ الْقَذَالَ. مُؤَخَّرُ الرَّأْسِ مِنْ مُقَدَّمِ عُنُقِهِ দত্বালহা বিন মুছার্রিফ তার পিতা হ’তে, তিনি তার দাদা হ’তে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে দেখেছি, তিনি মাথার অগ্রভাগ মাসাহ করতেন। এমনকি তিনি ক্বাযাল পর্যন্ত হাত পৌছাতেন। (ক্বাযাল হ’ল) ঘাড়ের অগ্রভাগ হ’তে মাথার শেষ ভাগ।[24]

পর্যালোচনা : এটি যঈফ নিম্নোক্ত কারণে-

(১) এর সনদের ‘লায়ছ বিন আবী সুলায়েম’ নামক রাবীকে ইমাম মুসলিম (রহঃ),[25] ইবনুল জাওযী,[26] আবুল হাসান ইবনুল ক্বাত্ত্বান,[27] ইবনে আব্দুল হাদী (রহঃ),[28] ইমাম বায়হাক্বী (রহঃ),[29]  মুহাম্মাদ ইবনু তাহের আল-মাকদেসী,[30] ইয়াহ্ইয়া বিন মাঈন[31] ও আলবানী (রহঃ) তাকে যঈফ বলেছেন।[32] জমহুর বিদ্বানগণও তাকে যঈফ বলেছেন’।[33]

(২) ইমাম নাসাঈ (রহঃ) তাকে যঈফ ও পরিত্যাজ্য রাবীদের গ্রন্থে,[34] হাফেয আহমাদ শাহীন তাকে যঈফ ও মিথ্যুকদের গ্রন্থে,[35] ইবনুল জাওযী (রহঃ) তাকে যঈফ ও পরত্যিক্ত রাবীদের গ্রন্থে উল্লেখ করেছেন[36] ও ইবনে হাজার আসক্বালানী তাকে মুদাল্লিসদের গ্রন্থে উল্লেখ করেছেন।[37]

(৩) হাফেয হায়ছামী (রহঃ) বলেছেন,وَهُوَ ثِقَةٌ، وَلَكِنَّهُ مُدَلِّسٌ ‘তিনি নির্ভরযোগ্য, তবে মুদাল্লিস’।[38]

(৪) ইবনে হিববান বলেছেন,اخْتَلَط فِي آخر عمره حَتَّى كَانَ لَا يدْرِيْ مَا يحدث بِهِ فَكَانَ يقلب الْأَسَانِيد ‘শেষ বয়সে মস্তিষ্ক খারাপ হয়ে গিয়েছিল। এমনকি তিনি বুঝতেন না কি বর্ণনা করেছেন। আর তিনি সনদসমূহ উলট-পালট করে ফেলতেন।[39] হাফেয ইবনে হাজার আসক্বালানী (রহঃ)ও অনুরূপ মন্তব্য করেছেন।[40]

(৫) ইমাম আহমাদ তাকে ‘মুযত্বারিবুল হাদীছ’ বলেছেন। ইয়াহ্ইয়া ও নাসাঈ তাকে যঈফ বলেছেন। ইবনে মাঈন বলেছেন, তাকে নিয়ে কোন অসুবিধা নেই। ইবনে হিববান বলেছেন, তার শেষ জীবনে হিফয বিকৃত হয়ে গিয়েছিল ইত্যাদি।[41]

এ বর্ণনার অপর রাবী ত্বালহার বাবা মুছার্রিফ একজন মাজহূল রাবী। যেমন-

নাছিরুদ্দীন আলবানী ত্বালহার বাবা মুছার্রিফকে মাজহূল বলেছেন।[42]

ইবনে হাজার আসক্বালানী লিখেছেন, مصرف ابن عمرو ابن كعب أو ابن كعب ابن عمرو اليامي الكوفي روى عنه طلحة ابن مصرف مجهول من الرابعة ‘মুছার্রিফ বিন আমর বিন কা‘ব অথবা কা‘ব বিন আমর আল-ইয়াম্মী আল-কূফী। তার থেকে ত্বালহা বিন মুছার্রিফ বর্ণনা করেছেন। তিনি চতুর্থ স্তরের মাজহূল রাবী’।[43]

অতএব এই রেওয়ায়াতটি আমল ও দলীলের উপযুক্ত নয়।

দলীল-৫ : ওয়ায়েল বিন হুজর (রাঃ) বলেছেন, ثُمَّ مَسَحَ رَقَبَتَهُ ‘অতঃপর তিনি তাঁর ঘাড় মাসাহ করলেন’।[44]

পর্যালোচনা : (১) এটি একটি দীর্ঘ হাদীছের অংশ। এই হাদীছে বুকের উপর হাত বাঁধা, আমীন জোরে বলা এবং রুকূ‘র আগে এবং পরে রাফ‘উল ইদায়নেরও উল্লেখ আছে। সুতরাং এতগুলি সুন্নাত বাদ দিয়ে কেবল ঘাড় মাসাহ করার অংশটুকু (যা স্পষ্ট বিদ‘আত) গ্রহণ করার বিষয়টি বোধগম্য নয়।

(২) ‘মুসনাদুল বায্যারে’ একটি রেওয়ায়াত আছে। তাতে তিনবার ঘাড় মাসাহ করার কথা আছে (হা/৪৪৮৮, وَمَسَحَ ظَاهِرَ رَقَبَتِهِ وَبَاطِنَ لِحْيَتِهِ ثَلاثًا،)। অথচ মুক্বাল্লিদগণ তিনবার ঘাড় মাসাহ করেন না।

(৩) এই সনদটি অত্যন্ত যঈফ। এতে মুহাম্মাদ বিন হুজর নামক রাবী আছেন, যিনি যঈফ। তার সম্পর্কে মনীষীগণ নিম্নোক্ত অভিমত পেশ করেন-

হাফেয হায়ছামী বলেছেন,وَفِيهِ سَعِيدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، قَالَ النَّسَائِيُّ: لَيْسَ بِالْقَوِيِّ، وَذَكَرَهُ ابْنُ حِبَّانَ فِي الثِّقَاتِ، وَفِي سَنَدِ الْبَزَّارِ وَالطَّبَرَانِيِّ مُحَمَّدُ بْنُ حَجَرٍ، وَهُوَ ضَعِيفٌ ‘এর সনদে সা‘ঈদ বিন আব্দুল জাববার আছেন। নাসাঈ বলেছেন, তিনি শক্তিশালী নন। ইবনে হিববান একে ‘আছ-ছিক্বাত’ গ্রন্থে উল্লেখ করেছেন এবং বায্যার ও ত্বাবারাণীর সনদে মুহাম্মাদ বিন হুজর আছেন, যিনি যঈফ’।[45]

মুহাম্মাদ বিন হুজরকে ইমাম উক্বায়লী যঈফ রাবীদের মধ্যে[46] এবং ইবনুল জাওযী তাকে যঈফ ও পরিত্যক্ত রাবীদের মাঝে উল্লেখ করেছেন।[47]

ইমাম মুগলাত্বাঈ (রহঃ),[48] ইমাম আব্দুর রহমান মোবারকপুরী (রহঃ),[49]  হাফেয  শামসুদ্দীন  আয-যাহাবী[50]  ও  আলবানী

(রহঃ)[51] মুহাম্মাদ বিন হুজরকে যঈফ বলে উল্লেখ করেছেন।

(৪) উক্ত বর্ণনার অপর রাবী ‘সাঈদ বিন আব্দুল জাববার’ সম্পর্কে ইমামদের অভিমত সমূহ নিমণরূপ।-

শায়েখ আলবানী[52] ও ইবনে হাজার আসক্বালানী[53] তাকে যঈফ বলেছেন।

ইমাম নাসাঈ বলেছেন,سعيد بن عبد الْجَبَّار من ولد وَائِل بن حجر لَيْسَ بِالْقَوِيّ ‘সাঈদ বিন আব্দুল জাববার ওয়ায়েল ইবনে হুজরের পুত্র শক্তিশালী নন।[54]

(৫) আরেকজন রাবী হ’লেন উম্মে ইয়াহ্ইয়া। তার আসল নাম উম্মে আব্দুল জববার। আলবানী (রহঃ) লিখেছেন,وأم عبد الجبار هي أم يحيى، لم أعرف حالها ولا اسمها ‘উম্মে আব্দুল জাববার হ’লেন উম্মে ইয়াহ্ইয়া। আমি তার জীবনী ও নাম জানতে পারিনি।[55]

অতএব এই বর্ণনার সনদে একাধিক ক্রটিযুক্ত রাবী থাকায় এটি অত্যন্ত যঈফ।

দলীল-৬ : আমর বিন কা‘ব বিন বলেছেন,

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا أَحْمَدُ بْنُ مُصَرِّفِ بْنِ عَمْرٍو الْيَامِيُّ، حَدَّثَنِي أَبِي مُصَرِّفُ بْنُ عَمْرِو بْنِ السُّرَى بْنِ مُصَرِّفِ بْنِ كَعْبِ بْنِ عَمْرٍو، عَنْ أبِيهِ، عَنْ جَدِّهِ، يَبْلُغُ بِهِ كَعْبَ بْنَ عَمْرٍو، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَمَسَحَ بَاطِنَ لِحْيَتِهِ وَقَفَاهُ

কা‘ব বিন আমর বলেছেন, আমি নবী করীম (ছাঃ)-কে দেখেছি তিনি ওযূ করলেন। এরপর তিনি তার দাঁড়ির অভ্যন্তরভাগ এবং ঘাড় মাসাহ করলেন।[56]

পর্যালোচনা : এটি অপরিচিত সনদে বর্ণিত বিধায় প্রত্যাখ্যাত।

(১) যয়নুদ্দীন আবুল ফযল আল-ইরাক্বী উল্লেখ করেন,قَالَ عبد الْحق هَذَا الْإِسْنَاد لَا أعرفهُ ‘আব্দুল হক্ব বলেছেন, এই সনদটি আমি চিনি না’।[57]

(২) ইবনু হাজার আসক্বালানী উল্লেখ করেছেন, قال عبد الحق في الأحكام الكبرى لا أعرفه بهذا الإسناد وما كتبته حتى أسأل عنه قال ابن القطان هو إسناد مجهول مسخ  ‘আব্দুল হক্ব ‘আল-আহকামুল কুবরা’ গ্রন্থে বলেছেন, আমি এই সনদটি চিনি না। আর আমি তার সম্পর্কে জিজ্ঞেস না করা পর্যন্ত কিছু লিখতাম না। ইবনুল ক্বাত্ত্বান বলেছেন, এই সনদটি অস্বাভাবিক মাজহূল’।[58] সুতরাং মাজহূল সনদে বর্ণিত কোন রেওয়ায়াত গ্রহণ করা যাবে না। কেননা এটি যঈফের অন্তর্ভুক্ত।

দলীল-৭ :

عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ رَأْسَهُ مَرَّةً وَاحِدَةً حَتَّى بَلَغَ الْقَذَالَ وَهُوَ أَوَّلُ الْقَفَا، وَقَالَ مُسَدَّدٌ مَسَحَ رَأْسَهُ مِنْ مُقَدَّمِهِ إِلَى مُؤَخَّرِهِ حَتَّى أَخْرَجَ يَدَيْهِ مِنْ تَحْتِ أُذُنَيْهِ، قَالَ مُسَدَّدٌ: فَحَدَّثْتُ بِهِ يَحْيَى فَأَنْكَرَهُ، قَالَ أَبُو دَاوُدَ: وسَمِعْت أَحْمَدَ، يَقُولُ: إِنَّ ابْنَ عُيَيْنَةَ زَعَمُوا أَنَّهُ كَانَ يُنْكِرُهُ، وَيَقُولُ إِيشْ هَذَا طَلْحَةُ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ-

ত্বালহা বিন মুছার্রিফ তার পিতা হ’তে, তিনি তার দাদা হ’তে বর্ণনা করেছেন যে, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে দেখেছি তিনি তার মাথাকে একবার মাসাহ করতেন ‘ক্বাযাল’ পর্যন্ত। আর তা হচ্ছে ‘ক্বাফা’ (ঘাড়ের পিছন দিক)-এর প্রথম ভাগ। মুসাদ্দাদ বলেছেন, তিনি তার মাথাকে অগ্রভাগ হ’তে শেষভাগ পর্যন্ত মাসাহ করতেন। এ পর্যন্ত যে তিনি তার দু’ হাতকে তার দু’কানের নিম্নভাগ হ’তে বের করে আনতেন। মুসাদ্দাদ বলেন, আমি এটা ইয়াহইয়ার নিকটে বর্ণনা করেছি, তিনি একে প্রত্যাখ্যান করেছেন। আবূ দাঊদ বলেছেন, আমি আহমাদ বিন হাম্বলকে বলেতে শুনেছি, নিশ্চয়ই ইবনে উয়ায়নাহ এই রেওয়ায়াতটিকে অস্বীকার করতেন এবং তিনি বলতেন, ‘ত্বালহা তার পিতা হ’তে, তিনি তার দাদা হ’তে’- এটি আসল কোথা হ’তে?[59]

পর্যালোচনা : এটি যঈফ। কারণ-

(১) এর সনদে লায়ছ রয়েছেন। তিনি জমহূর মুহাদ্দিছদের মতানুসারে যঈফ। ইমাম শাওকানী বলেছেন,الْحَدِيْثُ فِيْهِ لَيْثُ بْنُ أَبِي سَلِيمٍ وَهُوَ ضَعِيْفٌ، ‘হাদীছটিতে লায়ছ বিন সুলায়েম আছেন। আর তিনি যঈফ।[60]

(২) নাছিরুদ্দীন আলবানী (রহঃ) উল্লেখ করেন,

وهذا سند ضعيف لثلاثة أمور: الأول: ضعف ليث وهو ابن أبي سليم؛ قال الحافظ في التلخيص وهو ضعيف. وقال ابن حبان: كان يقلب الأسانيد، ويرفع المراسيل، ويأتي عن الثقات بما ليس من حديثهم، تركه يحيى بن القطان وابن مهدي وابن معين وأحمد بن حنبل. وقال النووي في تهذيب الأسماء : اتفق العلماء على ضعفه

‘আর এই সনদটি যঈফ তিনটি কারণে। প্রথমতঃ লায়ছের দুর্বলতা আছে এবং তিনি হ’লেন ইবনে আবী সুলায়ম। হাফেয ইবনে হাজার তার ‘আত-তালখীছ’ গ্রন্থে বলেছেন, তিনি যঈফ। ইবনে হিববান বলেছেন, তিনি সনদসমূহ উলট-পালট করে ফেলতেন এবং তিনি মুরসাল বর্ণনাসমূহকে মারফূ‘ রূপে বর্ণনা করতেন। তিনি ছিক্বাহদের থেকে এমন কিছু আনতেন, যেগুলি তাদের হাদীছের মধ্যে ছিল না। ইয়াহইয়া ইবনুল ক্বাত্তান, ইবনে মাহদী, ইবনে মাঈন এবং আহমাদ বিন হাম্বল তাকে বর্জন করেছেন। নববী ‘তাহযীবুল আসমা’ গ্রন্থে বলেছেন, তার দুর্বল হওয়ার ব্যাপারে আলেমগণ একমত হয়েছেন।[61]

অতঃপর তিনি আরো লিখেছেন,والأمر الثاني: جهالة مصرفٍ والد طلحة فإنه مجهول، كما في للتقريب. وبه أعله ابن القطان. والثالث: الاختلاف في صحْبة والد مصرف هذا كما يأتي ‘দ্বিতীয় বিষয় হ’ল, ত্বালহার পিতা মুছার্রিফ-এর অজ্ঞাত হওয়া। নিশ্চয়ই তিনি মাজহূল যেমনটি আত-তাক্বরীব গ্রন্থে আছে এবং এ কারণেই ইবনুল ক্বাত্ত্বান তাকে ক্রটিযুক্ত বলেছেন (ঐ)

(৩) শামসুল হক আযীমাবাদী লিখেছেন,

إِنَّمَا الْكَلَامُ فِي مَسْحِ الرَّقَبَةِ الْمُعْتَادِ بَيْنَ النَّاسِ أَنَّهُمْ يَمْسَحُونَ الرَّقَبَةَ بِظُهُورِ الْأَصَابِعِ بَعْدَ فَرَاغِهِمْ عَنْ مَسْحِ الرَّأْسِ وَهَذِهِ الْكَيْفِيَّةُ لَمْ تَثْبُتْ فِي مَسْحِ الرَّقَبَةِ لَا مِنَ الْحَدِيثِ الصَّحِيحِ وَلَا مِنَ الْحَسَنِ بَلْ مَا رُوِيَ فِي مَسْحِ الرَّقَبَةِ كُلُّهَا ضِعَافٌ كَمَا صَرَّحَ بِهِ غَيْرُ وَاحِدٍ مِنَ الْعُلَمَاءِ فَلَا يَجُوزُ الِاحْتِجَاجُ بِهَا-

‘সমালোচনা রয়েছে ঘাড় মাসাহ সম্পর্কে। যা লোকদের মাঝে অভ্যাসে পরিণত হয়েছে যে, তারা তাদের আঙ্গুলের পিঠ দ্বারা মাথা মাসাহর পরে ঘাড় মাসাহ করে। আর ঘাড় মাসাহর এই ধরণটি না কোন ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত আর না কোন হাসান হাদীছ দ্বারা। বরং ঘাড় মাসাহ সম্পর্কে যা বর্ণিত হয়েছে তার প্রত্যেকটিই যঈফ। যেমনটি একাধিক আলেম স্পষ্ট করে বলেছেন। অতএব এগুলির দ্বারা দলীল পেশ করা যাবে না’।[62]

দলীল-৮ :عَنْ طَلْحَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ رَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَمْسَحُ رَأْسَهُ حَتَّى بَلَغَ الْقَذَالَ وَمَا يَلِيهِ مِنْ مُقَدَّمِ الْعُنُقِ بِمَرَّةٍ. قَالَ الْقَذَالُ السَّالِفَةُ الْعُنُقِ- ‘ত্বালহা তার পিতা হ’তে, তিনি তার দাদা হ’তে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ছাঃ)-কে দেখেছেন, তিনি তার মাথাকে ক্বাযাল পর্যন্ত মাসাহ করতেন এবং ঘাড়ের পূর্ব পর্যন্ত মাসাহ করতেন। তিনি বলেছেন, ক্বাযাল হ’ল ঘাড়ের আগের অংশ।[63]

পর্যালোচনা : এটি অত্যন্ত দুর্বল। কেননা-

এর সনদেও উপরোক্ত ‘লায়ছ’ রয়েছেন যিনি যঈফ বলে অধিকাংশ মুহাদ্দিছ মত দিয়েছেন। সেই সাথে উপরোল্লিখিত মাজহূল রাবী ত্বালহার পিতা এবং দাদাও আছেন। সুতরাং এটিও একই কারণে অত্যন্ত দুর্বল।

দলীল-৯ : حَدِيْثُ رُوِيَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَسْحُ الرَّقَبَةِ أَمَانٌ مِنْ الْغُلِّ- ‘একটি হাদীছ বর্ণিত হয়েছে, নবী করীম (ছাঃ) বলেছেন, ‘ঘাড় মাসাহ করা হচ্ছে বেড়ী হ’তে মুক্তকারী’।[64]

পর্যালোচনা : এ বর্ণনাটি জাল বা বানোয়াট।

(১) ইবনে হাজার আসক্বালানী বলেছেন, هَذَا الْحَدِيثُ أَوْرَدَهُ أَبُو مُحَمَّدٍ الْجُوَيْنِيُّ وَقَالَ: لَمْ يَرْتَضِ أَئِمَّةُ الْحَدِيثِ إسْنَادَهُ فَحَصَلَ التَّرَدُّدُ فِي أَنَّ هَذَا الْفِعْلَ هُوَ سُنَّةٌ أَوْ أَدَب- ‘এই হাদীছটি আবূ মুহাম্মাদ আল-জুয়ায়নী বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, এর সনদ সম্পর্কে হাদীছের ইমামগণ সন্তুষ্ট হননি। তাই এই বিষয়ে সংশয় সৃষ্টি হয়েছে যে, এই কাজটি সুন্নাত নাকি শিষ্টাচার’।[65]

(২) হাফেয ইবনুল মুলাক্কিন বলেছেন,هذا الحديث غريب جدا لا أعلم من خرجه بعد البحث عنه، ‘এই হাদীছটি অত্যন্ত গরীব। আমি কাউকে জানি না যিনি এ সম্পর্কে আলোচনা করার পর উক্ত রেওয়ায়াতটি (দলীলরূপে) বর্ণনা করেছেন’।[66]

(৩) ‘তাখরীজু আহাদীছিল ইহ্ইয়া’ গ্রন্থে লেখা হয়েছে, أخرجه أَبُو مَنْصُور الديلمي فِي مُسْند الفردوس من حَدِيث عمر وَهُوَ ضَعِيف ‘এটি আবূ মানছূর দায়লামী ‘মুসনাদুল ফেরদাউস’ গ্রন্থে ওমর (রাঃ)-এর হাদীছ হ’তে বর্ণনা করেছেন। আর তিনি যঈফ (হা/৩, পৃঃ ১৯৮)

(৪) ইমাম নববী লিখেছেন, وَأَمَّا قَوْلُ الْغَزَالِيِّ إنَّ مَسْحَ الرَّقَبَةِ سُنَّةٌ لِقَوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسْحُ الرَّقَبَةِ أَمَانٌ مِنْ الْغُلِّ فَغَلَطٌ لِأَنَّ هَذَا مَوْضُوْعٌ لَيْسَ مِنْ كَلَامِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‘আর গাযালীর উক্তি ‘নিশ্চয়ই ঘাড় মাসাহ করা সুন্নাত। কারণ মুহাম্মাদ (ছাঃ)-এর বাণী ঘাড় মাসাহ করা বেড়ী হ’তে মুক্তকারী’ -উক্তিটি ভুল। কেননা এটি বানোয়াট, নবী করীম (ছাঃ)-এর বাণীর অন্তর্ভুক্ত নয়।[67] তিনি ‘শারহুল মুহায্যাব’ গ্রন্থে একেمَوْضُوع  ‘বানোয়াট’ বলেছেন।[68] ইবনুছ ছালাহ বলেছেন, لَا يُعرَفُ مَرْفُوعًا وَإِنَّمَا هُوَ قَول بعض السّلف، ‘এটি মারফূরূপে চেনা যায় না। মূলতঃ এটি কোন সালাফের উক্তি’।[69]

(৫) মুহাম্মাদ ইবনু তাহের আল-ফাত্তানী বলেন, مَسْحُ الرَّقَبَةِ أَمَانٌ مِنْ الْغُلِّ ضعيف ‘ঘাড় মাসাহ করা শৃঙ্খল হ’তে মুক্তকারী’- (এটি) যঈফ।[70]

(৭) মুহাম্মাদ ইবনু খলীল আত-তারাবুলসী বলেন, حَدِيث: مسح الرَّقَبَة أَمَان مِنَ الغل. قَالَ النَّوَوِيّ: مَوْضُوْع، أَي رَفعه وَإِلَّا فقد ورد مَوْقُوفا عَن مُوسَى بن طَلْحَة، بل فِي مُسْند الفردوس من حَدِيث ابْن عمر بِسَنَد ضَعِيف، وَلذَا اسْتحبَّ أَئِمَّتنَا مسح الرَّقَبَة. ‘ঘাড় মাসাহ করা বেড়ী হ’তে রক্ষাকারী- হাদীছটি সম্পর্কে নববী বলেছেন, এটি বানোয়াট। অর্থাৎ মারফূ‘ হিসেবে (বানোয়াট)। তবে মূসা বিন ত্বালহা হ’তে মওকূফরূপে বর্ণিত হয়েছে। বরং মুসনাদুল ফেরদাউসে ইবনে ওমর হ’তে যঈফ সনদে বর্ণিত হয়েছে। আর সেজন্য আমাদের ইমামগণ ঘাড় মাসাহ করা মুসতাহাব বলেছেন।[71]

এটি সঠিক সিদ্ধান্ত নয়। যা প্রমাণিত হয়নি তা মুসতাহাব ইবাদত হিসাবে গৃহীত হওয়ার যোগ্য নয়। উপরন্তু ঘাড় মাসাহ করা সুন্নাতের ভিতরে অনুপ্রবেশকৃত আমল যা শরী‘আত বিরোধী।

দলীল-১০ :قال رسول الله صلى الله عليه وسلم: من توضأ ومسح عنقه لم يغل بالأغلال يوم القيامة রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘যে ওযূ করবে এবং তার ঘাড় মাসাহ করবে, তাকে ক্বিয়ামতের দিনে শৃঙ্খল পরিধান করানো হবে না’।[72]

পর্যালোচনা : এটি অত্যন্ত যঈফ। কারণ-

(১) আল-হাসান ইবনু আহমাদ আর-রবাঈ বলেন,ولم يصح في مسح العنق شيء، وحديث طلحة بن مصرف لا يصح الاستدلال به في ندب مسح العنق؛ ‘মাথা মাসাহ করার বিষয়ে কোন কিছুই ছহীহ নয়। আর ত্বালহা বিন মুছার্রিফের হাদীছ দ্বারা দলীল গ্রহণ করা শুদ্ধ নয়, ঘাড় মাসাহ করার মুসতাহাব হওয়া সম্পর্কে।[73]

(২) ইবনুল মুলাক্কিন (রহঃ) বলেছেন,هذا الحديث أيضا غريب ‘এই হাদীছটিও অত্যন্ত গরীব’।[74]

(৩) নাছিরুদ্দীন আলবানী (রহঃ) একে বানোয়াট বলেছেন।[75]

দলীল-১১ :

حَدَّثَنَا أَبُو بَكْرٍ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ لَيْثٍ، عَنْ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَمَسَحَ رَأْسَهُ هَكَذَا، وَأَمَرَّ حَفْصٌ بِيَدَيْهِ عَلَى رَأْسِهِ حَتَّى مَسَحَ قَفَاهُ -

‘ত্বালহা তার পিতা হ’তে, তিনি তার দাদা হ’তে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি নবী করীম (ছাঃ)-কে দেখেছি তিনি ওযূ করেছেন এবং তার মাথাকে এভাবে মাসাহ করেছেন। এরপর হাফছ তার দু’হাতকে তার মাথার উপর অতিক্রম করালেন। এ পর্যন্ত যে তিরি তার ক্বাফা-কে মাসাহ করলেন।[76]

পর্যালোচনা : এটি খুবই দুর্বল। কারণ এখানে লায়ছ রয়েছেন। উপরন্তু ‘ত্বালহা তার পিতা হ’তে, তিনি তার দাদা হ’তে’ সনদে এটি বর্ণিত। যা একে যঈফ হওয়ার প্রতি ধাবিত করেছে। 

[চলবে]


[1]. মুহিউদ্দীন খানের ‘আরজ’ সম্বলিত মোকাম্মাল মোদাল্লাল বেহেশতী জেওর (ঢাকা : হামিদিয়া লাইব্রেরী, তৃতীয় সংস্করণ, ফেব্রুয়ারী ২০০৪ইং), ১/২৩

[2]. নবী করীম (ছাঃ)-এর প্রতি সম্বন্ধিত কথা, কর্ম ও মৌন সমর্থনকে মারফূ‘ হাদীছ (মারফূ‘ রেওয়ায়াত বর্ণনা) বলা হয়।-লেখক]

[3]. আত-তালখীছুল হাবীর হা/৯৮।  

[4]. তালখীছ হা/৯৮-এর আলোচনা দ্রঃ

[5]. নায়লুল আওত্বার হা/১৯৮-এর আলোচনা দ্রঃ

[6]. ইবনুল জাওযী, আত-তাহক্বীক্ব ফী মাসাইলিল খিলাফ হা/৩০৬-এর আলোচনা দ্রঃ, ১/২৬২, সনদবিহীন

[7]. আল-মাক্বাছিদুল হাসানা হা/১৬২-এর আলোচনা দ্রঃ, পৃঃ ১৫০

[8]. তারীখে ইবনে মাঈন, দূরীর বর্ণনা, রাবী নং ৪৮৯৩।

[9]. মাজমাউয যাওয়ায়েদ হা/১৬৮৫২, ১০/৯০।

[10]. আদ-দিরায়াহ ফী তাখরীজি আহাদীছিল হিদায়া হা/৬৮, ১/৮৫

[11]. ইবনু আবী হাতিম, আল-জারহু ওয়াত-তা‘দীল, রাবী নং ২৭৭

[12]. আল-ফাওয়াইদুল মাজমূ‘আহ হা/৪৬; আল-কামিল ফী যু‘আফা‘ইর রিজাল, রাবী নং ৪৮৯

[13]. আয-যু‘আফাউল মাতরূকীন, রাবী নং ৮৯৮।  

[14]. আত-তালখীছুল হাবীর হা/৯৮, ইবনে হাজার (রহঃ) এটি আবূ নু‘আইম (রহঃ)-এর উদ্ধৃতিতে উল্লেখ করেছেন

[15]. তারীখে ইয়াহ্ইয়া বিন মাঈন, দূরীর বর্ণনা, রাবী নং ৩৩২৮।

[16]. নায়লুল আওত্বার হা/১৯৮।

[17]. ইতহাফুল মাহারাহ হা/১৯৮১১।

[18]. যঈফা হা/৬৯, হা/৫১৫১

[19]. আল-ইলাল ওয়া মা‘রিফাতুর রিজাল লি-আহমাদ, আব্দুল্লাহ বিন আহমাদের বর্ণনা, রাবী নং ৩২৪৮; উক্বায়লী, আয-যু‘আফা, রাবী নং ১৬৬৮; সুওয়ালাতু আবী উবায়েদ আল-আজুর্রী, রাবী নং ৫৬১।

[20]. তারীখু আসমাইয যু‘আফা ওয়াল কায্যাবীন, রাবী নং ৫৫৫।

[21]. আল-মুসতাদরাক আলাছ ছহীহায়ন হা/৬৬৫

[22]. কানযুল উম্মাল হা/২৬১৪২

[23]. কাশফুল খফা হা/২৩০০

[24]. শরহু মা‘আনিল আছার হা/১২৯

[25]. ছহীহ মুসলিম, ভূমিকা ১/৫।

[26]. আত-তাহক্বীক্ব ফী মাসাইলিল খিলাফ হা/১৩১৫।

[27]. বায়ানুল ওয়াহমি ওয়াল ঈহাম ফী কুতুবিল আহকাম ৫/২৯৫

[28]. তানক্বীহুত তাহক্বীক ৩/২৩৪

[29]. আল-জাওহারুন নাক্বী ১/২৯৮।

[30]. মা‘রিফাতুত তাযকিরাহ, পৃঃ ১২২, জীবনী নং ২৬৮।

[31]. তারীখে ইবনে মাঈন, দারেমীর বর্ণনা, ক্রমিক নং ৭২০।

[32]. সিলসিলা ছহীহাহ হা/২৫৪

[33]. ইতহাফুল মাহারাহ হা/২৭৬০

[34]. আয-যু‘আফাউল মাতরূকীন, পৃঃ ২৩০, জীবনী ক্রমিক নং ৫১১।

[35]. তারীখু আসমাইয যু‘আফা ওয়াল কায্যাবীন, জীবনী ক্রমিক নং ৫৩১।

[36]. আয-যু‘আফাউল মাতরূকীন, নং ২৮১৫।

[37]. ত্বাবাক্বাতুল মুদাল্লিসীন নং ১৬/১৬৮

[38]. মাজমাউয যাওয়ায়েদ হা/ ৬৩৬৪

[39]. আল-মাজরূহীন, রাবী নং ৯০৬

[40]. তাক্বরীবুত তাহযীব, রাবী নং ৫৬৮৫

[41]. মীযানুল ইতিদাল নং ৬৯৯৭

[42]. যঈফ আবূ দাঊদ হা/১৫

[43]. তাক্বরীবুত তাহযীব, রাবী নং ৬৬৮৫

[44]. আল-মু‘জামুল কাবীর হা/১১৮

[45]. মাজমা‘উয যাওয়ায়েদ হা/১১৭৮

[46]. আয-যু‘আফা, রাবী নং ১৬১০।

[47]. আয-যু‘আফাউল মাতরূকীন, রাবী নং ২৯৩২

[48]. শরহে ইবনে মাজাহ, পৃঃ ১৩৮২।

[49]. তুহফাতুল আহওয়াযী হা/২৭ দ্রঃ।

[50]. আল-মুক্বতানা ফী সারদিল কুনা, ১/১৪৫, রাবী নং ১০৭০।

[51]. আছ-ছামারুল মুসতাত্বাব, পৃঃ ৪৭৮।

[52]. ঐ, পৃঃ ৪৭৮।

[53]. তাক্বরীবুত তাহযীব, রাবী নং ২৩৪৪।

[54]. আয-যু‘আফাউল মাতরূকীন, রাবী নং ২৬৫

[55]. যঈফা হা/৪৪৯

[56]. আল-মু‘জামুল কাবীর হা/৪১২, ১৯/১৮১

[57]. যায়লু মীযানিল ই‘তিদাল, রাবী নং ৬৮৯

[58]. লিসানুল মীযান, রাবী নং ১৬৪

[59]. আবূ দাঊদ হা/১৩২

[60]. নায়লুল আওত্বার হা/১৯৮, ‘ঘাড় মাসাহ’ অনুচ্ছেদ

[61]. তাহক্বীক যঈফ আবূ দাঊদ হা/১৫, মূল আবুদাউদ হা/১৩২

[62]. আওনুল মা‘বূদ ১/১৫২

[63]. মুসনাদে আহমাদ হা/১৫৯৫১

[64]. আত-তালখীছুল হাবীর হা/৯৭

[65]. ঐ, হা/৯৭-এর আলোচনা দ্রঃ

[66]. আল-বাদরুল মুনীর হা/৪৭

[67]. আল-মাজমূ‘ শারহুল মুহায্যাব ১/৪৬৫

[68]. তানযীহুশ শারী‘আহ ২/৮৫, ক্রমিক নং ৩৫

[69]. ঐ, ২/৮৫, ক্রমিক নং ৩৫

[70]. তাযকিরাতুল মাউযূ‘আত, পৃঃ ৩১

[71]. আল-লু‘লুউল মারছূ‘ হা/৫০৪, পৃঃ ১৬৮

[72]. আত-তালখীছুল হাবীর হা/৯৮

[73]. ফাৎহুল গাফ্ফার হা/২৯০

[74]. আল-বাদরুল মুনীর হা/৪৮

[75]. সিলসিলাহ যঈফা হা/৭৪৪

[76]. মুছান্নাফ ইবনে আবী শায়বাহ হা/১৫০





বৃদ্ধাশ্রম : মানবতার কলঙ্কিত কারাগার (শেষ কিস্তি) - মুহাম্মাদ খায়রুল ইসলাম
হিজামা : নবী (ছাঃ)-এর চিকিৎসা - মুহাম্মাদ আবু তাহের, পরিচালক, কিউসেট ইনস্টিটিউট, সিলেট।
বিদ‘আত ও তার পরিণতি (৬ষ্ঠ কিস্তি) - মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী
আত্মসমর্পণ - রফীক আহমাদ - বিরামপুর, দিনাজপুর
আকাঙ্ক্ষা : গুরুত্ব ও ফযীলত (পূর্ব প্রকাশিতের পর) - রফীক আহমাদ - বিরামপুর, দিনাজপুর
মানব সৃষ্টির ইতিহাস - রফীক আহমাদ - বিরামপুর, দিনাজপুর
আল্লাহর প্রতি বিশ্বাসে শিথিলতা : আমাদের করণীয় - মুহাম্মাদ আব্দুল মালেক
গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার উপায় (পূর্ব প্রকাশিতের পর) - আব্দুল্লাহ আল-মা‘রূফ
আক্বীদা ও আহকামে হাদীছের প্রামাণ্যতা (৯ম কিস্তি) - মীযানুর রহমান মাদানী
তওবা (শেষ কিস্তি) - মুহাম্মাদ আব্দুল ওয়াদূদ
যুবসমাজের অধঃপতন : কারণ ও প্রতিকার (২য় কিস্তি) - মুহাম্মাদ আব্দুল মালেক
মুনাফিকী (২য় কিস্তি) - মুহাম্মাদ আব্দুল মালেক
আরও
আরও
.