উত্তর : পোষা বা ক্রয় করা কোন পশুকে কুরবানীর জন্য নির্দিষ্ট করলে ও সেই মর্মে ঘোষণা দিলে তা আর বদল করা যাবে না। এটি ওয়াকফের মত। তবে যদি নির্দিষ্ট না করে থাকে, তাহ’লে তার বদলে উত্তম পশু কুরবানী দেওয়া যাবে (নববী, আল -মাজমূ‘ ৮/৪০২; ইবনু কুদামাহ, মুগনী ৯/৩৫৩; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৭/৪৬৬)।
প্রশ্নকারী : আব্দুর রহীম, নতুনহাট, চাঁপাই নবাবগঞ্জ।