প্রশ্ন (১১/১৩১): বিবাহের পূর্বে ছেলে-মেয়ে দেখা উপলক্ষে এনগেজমেন্ট অনুষ্ঠানের মাধ্যমে উভয়কে আংটি বা সোনার চেইন পরানো হয়। এ সম্পর্কে শরী‘আতের বিধান কি?
1735 বার পঠিত
উত্তর :
আংটি বা চেইন বিনিময় করার বিষয়টি প্রচলিত রীতি মাত্র। বিবাহের পূর্বে এরূপ
কোন লেনদেনের প্রমাণ শরী‘আতে পাওয়া যায় না। অতএব এগুলি থেকে বিরত থাকা
আবশ্যক।