উত্তর : এগুলি
উপমহাদেশে সুলতানী আমল, মোগল ও বৃটিশ ভারতে প্রচলিত বিভিন্ন পরিচিতি মূলক
পদবী মাত্র। এরূপ পদবী নামের শেষে যোগ করায় কোন বাধা নেই। তবে সর্বদা
নিম্নোক্ত হাদীছটি স্মরণ রাখতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘লোকেরা যেন তাদের
বাপ-দাদার নামে গর্ব করা হ’তে বিরত থাকে...। নিশ্চয়ই আল্লাহ তোমাদের থেকে
জাহেলিয়াতের অহমিকা ও বাপ-দাদার অহংকার দূরীভূত করে দিয়েছেন। এক্ষণে সে
আল্লাহভীরু মুমিন অথবা হতভাগ্য পাপী মাত্র। মানবজাতি সবাই আদমের সন্তান। আর
আদম হ’ল মাটির তৈরী’ (অতএব অহংকার করার মত কিছুই নেই) (তিরমিযী হা/৩৯৫৫; মিশকাত হা/৪৮৯৯; ছহীহুল জামে‘ হা/৪৫৬৮)।