উত্তর : প্রথম বিবাহই যথেষ্ট। নতুন করে বিয়ে পড়তে হবে না। সংসারে সুখ-শান্তি ফিরিয়ে আনতে হ’লে ইসলামের বিধি বিধান মেনে চলতে হবে। এক্ষেত্রে স্বামী ও স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও একে অপরের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করলে সংসার সুখী হবে ইনশাআল্লাহ (বিস্তারিত দ্র. হাফাবা প্রকাশিত ‘বিবাহ, পরিবার ও সন্তান-প্রতিপালন’ বই)। সর্বোপরি আল্লাহর কাছে দো‘আ করবে।
প্রশ্নকারী : তমা খান, কলিকাতা, ভারত।