উত্তর : দানকৃত বস্ত্ত বিক্রয় করে তা দাতার উদ্দেশ্য মোতাবেক ব্যবহার করলে জায়েয হবে; নতুবা নয়। তবে মসজিদের ভিতরে ক্রয়-বিক্রয় করা যাবে না (তিরমিযী হা/৩২২; মিশকাত হা/৭৩২)। রাসূল (ছাঃ) বলেন, ‘যখন তোমরা মসজিদে ক্রয়-বিক্রয় করতে দেখবে তখন বলবে, আল্লাহ যেন আপনার ব্যবসায় লাভ না দেন’ (তিরমিযী হা/১৩২১; মিশকাত হা/৭৩৩)। অবশ্য ছালাত শেষে মসজিদের বাইরে ক্রয়-বিক্রয়ে কোন বাধা নেই (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/২৮৭)।
প্রশ্নকারী : তাওহীদুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।