উত্তর : শীতের টুপি মাথায় দিয়ে কপাল আবৃত করে ছালাত আদায় করা যায়। তবে সিজদার সময় সরাসরি কপাল ও নাক ঠেকিয়ে সিজদা দেওয়া উত্তম (বিন বায, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ৮/৩০৩; ওছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ৮/০২)। হাসান বাছরী (রহঃ) বলেন, রাসূলের ছাহাবীগণ পাগড়ী ও টুপির উপর সিজদা করতেন আর তাঁদের হাত থাকতো আস্তিনের ভিতর (বুখারী ২/১৬৯; বায়হাকী, সুনানুল কুবরা হা/২৬৬৭, সনদ ছহীহ)। অতএব শীতকালে এধরনের টুপি পরে ছালাত আদায়ে বাধা নেই।
প্রশ্নকারী : জাবের বিন মুহাম্মাদ, চাঁপাই নবাবগঞ্জ ।