উত্তর : হোয়াইট গোল্ড বা সিটি গোল্ড যে নামকরণই করা হৌক না কেন যদি তাতে স্বর্ণের কোন অংশ থাকে, তাহ’লে পুরুষদের জন্য তা ব্যবহার করা হারাম। যদি না থাকে তাহ’লে জায়েয (ফাতাওয়া লাজনা দায়েমা ৭৬/২৪, ২৪/৬১)। তবে বাজারে প্রচলিত হোয়াইট গোল্ড অলংকারগুলি বিভিন্ন ক্যারেটের সোনার সাথে অন্য ধাতু মিশিয়ে তৈরী করা হয় বলে জানা যায়, যা নিঃসন্দেহে পুরুষের জন্য হারাম।