উত্তর : যেকোন বক্তব্যের সময় প্রয়োজনে লাঠি বা এ জাতীয় কিছু ব্যবহার করা মুস্তাহাব (আবূদাঊদ হা/১০৯৬, সনদ হাসান)। তবে এটি নিয়মিত সুন্নাত বা ওয়াজিব নয়। কারণ রাসূল (ছাঃ) নিয়মিত ব্যবহার করেছেন মর্মে কোন বর্ণনা পাওয়া যায় না। সেজন্য হাফেয ইবনুল ক্বাইয়িম, ওছায়মীন ও আলবানীসহ একদল বিদ্বান প্রয়োজনের প্রেক্ষিতে লাঠি ব্যবহারকে জায়েয বললেও সুন্নাত বলেননি (যাদুল মা‘আদ ১/৪২৯; আশ-শারহুল মুমতে‘ ৫/৬২-৬৩; যঈফাহ হা/৯৬৪-এর আলোচনা দ্রষ্টব্য)। অতএব অন্যান্য ওয়ায মাহফিলেও লাঠি ব্যবহারের বিষয়টি সুন্নাত নয়, বরং বক্তার প্রয়োজনের উপর নির্ভর করে।
প্রশ্নকারী : আব্দুল মালেক, চাঁপাই নবাবগঞ্জ সদর।