উত্তর : একাধিক হজ্জ পালন করা মুস্তাহাব। আর ওমরাহ ইমাম শাফেঈ, আহমাদসহ সমকালীন অনেক বিদ্বানের মতে ওয়াজিব (বাক্বারাহ ২/১৬৬; ইবনু মাজাহ হা/২৯০১; নববী, মিনহাযুত ত্বালেবীন ৮২ পৃ.; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১১/৩১৭; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৯/৭)। সেজন্য তৃতীয়বার হজ্জের পরিবর্তে সপরিবারে ওমরা পালন করাই উত্তম হবে। আর ওমরাহ রামাযান মাসে পালন করলে তা ছওয়াবের ক্ষেত্রে হজ্জেরই সমতুল্য (মুসলিম হা/১২৫৬; মিশকাত হা/২৫০৯)।
প্রশ্নকারী : রফীকুল ইসলাম, কাঞ্চন, নারায়ণগঞ্জ।